-
বাল্ক এসএমএস কী?
বাল্ক এসএমএস হলো একসাথে অনেক গ্রাহকের কাছে এসএমএস পাঠানোর সেবা।
-
বাল্ক এসএমএসের কত ধরনের আছে?
দুই ধরনের: মাস্কিং (ব্র্যান্ড নাম দিয়ে) ও নন-মাস্কিং (সাধারণ নাম্বার দিয়ে)।
-
মাস্কিং এসএমএস কী?
কোম্পানি বা ব্র্যান্ড নাম দিয়ে গ্রাহকের মোবাইলে মেসেজ পৌঁছানোকে মাস্কিং এসএমএস বলে।
-
নন-মাস্কিং এসএমএস কী?
সাধারণ এই এসএমএস কোন নম্বর থেকে যাবে যেমন: ০১৯XXXXXXXXX,০৯৬XXXXXXXXX,০১৭XXXXXXXXX,০১৮XXXXXXXXX,০১৫XXXXXXXXX এরকম। নন মাস্কিং এসএমএস সস্তা ও দ্রুত ডেলিভারি হয়।
-
বাল্ক এসএমএস কোথায় ব্যবহার হয়?
স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, ই-কমার্স, ইভেন্ট ম্যানেজমেন্ট, রাজনৈতিক ক্যাম্পেইন ইত্যাদিতে।
-
একটি এসএমএস/মেসেজে কয়টি ক্যারেক্টার(অক্ষর) থাকে?
ইংরেজিতে ১৬০ ক্যারেক্টার, বাংলায় ৭০ ক্যারেক্টার। এর বেশি হলে একাধিক মেসেজ ধরা হয়।(১ টি ক্যারেক্টার মানে হচ্ছে A একটি ক্যারেক্টার, স্পেস একটি ক্যারেক্টার, .(ডট) একটি ক্যারেক্টার।)
-
বাল্ক এসএমএস পাঠাতে কি অনুমতি লাগে?
হ্যাঁ, প্রোমোশনাল এসএমএস পাঠানোর আগে BTRC অনুমোদন নিতে হয়। এসএমএস পাঠানোর জন্য আপনার এনআইডি, ফটো, এবং ট্রেড লাইসেন্স লাগবে।
-
দিনে একজন গ্রাহককে কয়টি প্রোমোশনাল এসএমএস পাঠানো যায়?
BTRC নিয়ম অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ৩টি প্রোমোশনাল এসএমএস।
-
সব এসএমএস কি বাংলায় পাঠাতে হবে?
হ্যাঁ, প্রোমোশনাল ও নোটিফিকেশনাল এসএমএস বাংলায় পাঠানো বাধ্যতামূলক। তবে ইংলিশে এসএমএস পাঠানো যাবে।
-
বাল্ক এসএমএসের দাম কত?
সাধারণত প্রতি SMS Tk 0.35 – Tk 0.40 (প্যাকেজ ও সার্ভিস প্রোভাইডার ভেদে পরিবর্তনশীল)। নন মাস্কিং এসএমএসের ক্ষেত্রে।
-
বাল্ক এসএমএস পাঠাতে কি সফটওয়্যার লাগে?
হ্যাঁ, অনলাইন SMS প্যানেল বা API ব্যবহার করা হয়।
-
কোন কোন কন্টেন্ট পাঠানো যাবে না?
ধর্মীয় উস্কানি, রাষ্ট্রবিরোধী বার্তা, প্রতারণামূলক অফার, বেটিং, জুয়া, লটারি ইত্যাদি।
-
একসাথে কতজনকে এসএমএস পাঠানো যায়?
সীমাহীন গ্রাহককে পাঠানো যায়, তবে প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট ক্রেডিট থাকতে হবে।
-
বাল্ক এসএমএস কি ডেলিভারি রিপোর্ট পাওয়া যায়?
হ্যাঁ, প্রতিটি মেসেজের ডেলিভারি রিপোর্ট (DLR) পাওয়া যায়।
-
বাল্ক এসএমএস কি ২৪ ঘন্টা পাঠানো যায়?
না, সাধারণত রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রোমোশনাল এসএমএস পাঠানো নিষিদ্ধ।
-
কি ধরনের ব্যবসায় বাল্ক এসএমএস সবচেয়ে কার্যকর?
ই-কমার্স, শিক্ষা প্রতিষ্ঠান, হেলথকেয়ার, ফাইন্যান্স, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে সবচেয়ে কার্যকর।
-
বাল্ক এসএমএস থেকে রেসপন্স কেমন পাওয়া যায়?
ওপেন রেট প্রায় ৯৫% এর বেশি, তাই ইমেইলের চেয়ে অনেক বেশি কার্যকর।
-
বাল্ক এসএমএস কি মোবাইল অ্যাপ থেকে করা যায়?
হ্যাঁ, অনেক প্রোভাইডার ওয়েব প্যানেল ছাড়াও মোবাইল অ্যাপ দিয়ে এসএমএস পাঠানোর সুবিধা দেয়।
-
বাল্ক এসএমএস দিয়ে কি ব্র্যান্ড প্রমোশন সম্ভব?
অবশ্যই! মাস্কিং এসএমএস দিয়ে ব্যবসার নাম গ্রাহকের মোবাইলে পৌঁছালে ব্র্যান্ড ভ্যালু বাড়ে।
-
What is non-masking SMS marketing?
Non-masking SMS marketing involves sending text messages without a sender ID or brand name, using generic numbers instead.
-
Is non-masking SMS legal in Bangladesh?
Yes, as long as you follow regulations such as obtaining user consent and providing opt-out options.
-
Which industries benefit the most from non-masking SMS?
Retail, healthcare, education, and e-commerce sectors can benefit greatly from its broad reach and cost-effectiveness.
-
How much does non-masking SMS cost in Bangladesh?
Costs range from BDT 0.32 to BDT 0.40 per message, depending on the provider and volume
-
Can small businesses use non-masking SMS effectively?
Absolutely! Non-masking SMS is a budget-friendly solution perfect for small businesses aiming to grow their customer base.
-
How do I choose an SMS marketing company in Bangladesh?
Look for reliability, affordability, and advanced features like automation.
-
Can I send bulk SMS from WordPress?
Yes, many used our bulk SMS Dhaka plugins allow bulk SMS functionality.